ভোডাফোনের নতুন অফার, ৩৯৯ টাকায় ৯০জিবি ডেটা, ৬ মাস বিন্যামূল্যে যতখুশি ফোন !
ভোডাফোনের নতুন অফার, ৩৯৯ টাকায় ৯০জিবি ডেটা, ৬ মাস বিন্যামূল্যে যতখুশি ফোন !

Vodafone
নয়াদিল্লি: জিও, এয়ারটেলকে টেক্কা দিতে এবার বাজারে নতুন অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ ভোডাফোনের এই নতুন প্ল্যানে ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে পাওয়া যাবে ৯০ জিবি ৪জি ডেটা। এই ডেটা অফার ৬ মাসের জন্য বৈধ থাকবে। সঙ্গে থাকবে ফ্রি ভয়েস কলিং। এই অফারটি প্রিপেড গ্রাহকদের জন্যই শুধু এনেছে ভোডাফোন।
দীপাবলি উপলক্ষে এই অফার নিয়ে এসেছে ভোডাফোন। কিন্তু ঠিক কতদিন পর্যন্ত এই অফার বৈধ থাকবে সে ব্যাপারে ভোডাফোনের তরফ থেকে এখনও অবধি কিছুই জানানো হয়নি ৷
জিও-তেও ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ৮৪ জিবি ৪জি ডেটা ও ফ্রি ভয়েস কল পাওয়া যাচ্ছে। ৩৯৯ টাকার একই ডেটা প্যাক এয়ারটেলেরও রয়েছে।