রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকৃতি, ষাটোর্ধ্ব বৃদ্ধা ও ভাতিজা নির্যাতনের শিকার
কুড়িগ্রামের রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ও তার ভাতিজাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার) এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন চাকিরপশার ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা সুরোবালা। এর জের ধরে ওইদিন বিকেলে প্রতিবেশী উৎপল চন্দ্র রায়, পংকজ চন্দ্র রায়, শেফালী রানী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী নিয়ে সুরোবালার বাড়িতে হামলা চালায়। তারা বৃদ্ধা ও তার ভাতিজা পরেশ চন্দ্র রায়কে জোর করে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা সুরোবালাকে জোরপূর্বক জমি লিখে দেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেয়। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে ভাতিজা পরেশ চন্দ্র রায়কেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে বিষয়টি জানাজানি হলে সুরোবালার নাতি জামাই মনোরঞ্জন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে খবর দেন। সংবাদ পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরোবালা ও পরেশ চন্দ্র রায়কে উদ্ধার করে। আহত পরেশ চন্দ্রকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন,
“খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই এবং সুবিত চন্দ্র রায় নামে একজনকে আটক করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং বৃদ্ধা সুরোবালার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।