
দিনাজপুরের বীরগঞ্জে হিন্দু কৃষকের ৯ একর ধানের পালায় অগ্নিসংযোগ: নিঃস্ব দুই পরিবার
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ০৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের মহুগা গ্রামের সাহা পাড়া এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে শ্রী মহেন্দ্র নাথ রায় ও তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায়ের প্রায় ৯ একর জমির চিনিগুড়া ধানের টাইলে (ধানের পালা) সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কৃষকের সারা বছরের পরিশ্রম ও স্বপ্ন এক মুহূর্তেই ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটায়। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী ছুটে এলেও মুহূর্তের মধ্যেই চিনিগুড়া ধানের বিশাল স্তূপটি পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, ৯ একর জমির এই ফলন তাদের সারা বছরের আয়ের একমাত্র অবলম্বন ছিল।
কান্নায় ভেঙে পড়ে কৃষক মহেন্দ্র নাথ রায় বলেন, "আমরা অনেক কষ্টে এই ফসল ফলিয়েছিলাম। কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবুও কেন আমাদের এভাবে পথে বসানো হলো? এখন আমরা পরিবার নিয়ে খাবো কী?" পলাশ চন্দ্র রায় এই ঘটনাকে সুপরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তারা বলেন, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।