ময়মনসিংহের ভালুকায় নিহত দিপু দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ

11h ago
VIEWS: 50

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অবমাননার অভিযোগে নির্মমভাবে নিহত দিপু দাসের বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরন জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ড. কুষল বরণ চক্রবর্তী, এড. সুমন কুমার রায়, পিযুষ দাস ও সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

তারা দিপু দাসের মর্মান্তিক হত্যার তীব্র নিন্দা জানান এবং নিহতের পরিবারকে সমর্থন ও সহানুভূতি জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

দিপু দাসের বাবা-মা, যারা এই দুঃখজনক ঘটনায় প্রচণ্ড শোকাহত, সন্তানের ছবি বুকে চেপে ধরে অঝোরে কাঁদছেন।

তার বাবা বলেন, "আমরা শুধু ন্যায়বিচার চাই। আমাদের সন্তানের জীবন যেন বৃথা না যায়, আর কোনো বাবা-মা তাদের সন্তান হারিয়ে এইভাবে কাঁদতে না হয়।"

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন