দিপু হত্যার প্রতিবাদে আগামীকাল দিনাজপুরে বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক

9h ago
VIEWS: 62

প্রান্ত রায়, নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস কে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল ২১ ডিসেম্বর রোজ রবিবার দুপুর ১:৩০ ঘটিকায় বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে ।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে সকল সনাতনীকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

এসময় আয়োজকেরা জানান,

'ময়মনসিংহের ভালুকায় দিপু দাসকে নির্মমভাবে হত্যা ও সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও সহিংসতার প্রতিবাদে আগামীকাল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি'

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন