
বানারীপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানে অমাবস্যায় কালী পুজা অনুষ্ঠিত
সুমন দেবনাথ, বরিশাল প্রতিনিধি :
হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। পৌষ মাসের তৃতীয় পক্ষের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। গোটা বছরে মোট ১২টি অমাবস্যা পালিত হয়।
বরিশালের বানারীপাড়া পৌরসভার উত্তরপাড়(১ নং ওয়ার্ডে) কেন্দ্রীয় মহাশ্মশানে অমাবস্যায় কালী মাতার পুজা অনুষ্ঠিত হয়। পুজায় ভক্তবৃন্দ ও পুজারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উৎসব অঙ্গন। পুরোহিত যতন চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে পুজা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। পুজা শেষে উপস্থিত সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। পৌষ মাসের তৃতীয় পক্ষের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। গোটা বছরে মোট ১২টি অমাবস্যা পালিত হয়।
পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোকে, পৌষকালী পুজোও বলা হয়। অনেকে আবার বকুল অমাবস্যাও বলে। বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষকালী পুজোর বিপুল প্রচলন দেখা যায়। এই অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা বহু পৌরণিক কাহিনি ও নানাবিধ আচার।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি দেবাশীষ দাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে কালী মাতার পুজার সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার , লোকনাথ মন্দির এর সাধারণ সম্পাদক উত্তম সাহা , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর উপজেলার যুগ্ম আহবায়ক কমল কান্তি বিশ্বাস , উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন বনিক , মহাশ্মশান এর সাংগঠনিক সম্পাদক সাগর চন্দ্র শীল , দীপংকর শীল , মহানাম সংঘের কার্তিক বনিক , রামপাল , প্রবীর পাল , প্রদীপ পাল প্রমুখ।