
দিপু হত্যার প্রতিবাদে 'ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের' মৌণ প্রতিবাদ ও নীরব মানববন্ধন
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় দিপু দাসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ নীরব মানববন্ধনের আয়োজন করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকল অংশগ্রহণকারী মোমবাতি হাতে দাঁড়িয়ে, দিপু দাসের আত্মার শান্তি কামনা ও দোষীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "দেশে একের পর এক সংখ্যালঘুদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। অথচ এসব ঘটনার প্রকৃত বিচার হচ্ছে না। এই অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। যাতে আমাদের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।"
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস, মিন্টু ঠাকুর, তারা গোয়ালা, এবং বাবুলাল দাস। এছাড়াও বক্তৃতা দেন সাধারণ সম্পাদক রাজ ঘোষ রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পুতুল ঘোষ, সহ-সংগঠনিক সম্পাদক বাঁধন দত্ত, এবং প্রচার সম্পাদক সবুজ দত্ত।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আশিস রায়, সঞ্জীব চৌহান, রঞ্জন চৌহান, রাজীব চৌহান, রাজীব ঘোষ প্রমুখ।
এই মানববন্ধনের মাধ্যমে তারা ময়মনসিংহে দিপু রায়ের হত্যার মতো আরও যে কোন ঘটনা রোধে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবী জানান।