
নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি :
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবেদনকারী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইভ্যাকের ওয়েবসাইট ও অফিসিয়াল যোগাযোগ মাধ্যম নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রামের এই ভিসা সেন্টারটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের ভারত ভ্রমণের প্রধান মাধ্যম ছিল। হঠাৎ করে সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাওয়ার পরিকল্পনায় থাকা অনেক আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে পুনরায় সেন্টার চালুর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।
পরিস্থিতির পরবর্তী অগ্রগতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।