মালয়েশিয়ায় যাচ্ছে কুমোরটুলির মিন্টু পালের তৈরি দশভুজা প্রতিমা, বিমানে চড়ে পৌঁছবে পূজামণ্ডপে।
আগমনী আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। চারদিকে যখন পূজোর সাজসজ্জা ও প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই কলকাতার কুমোরটুলি থেকে উড়ে যাচ্ছে এক বিশেষ প্রতিমা। স্বনামধন্য মৃৎশিল্পী মিন্টু পালের তৈরি এই দশভুজা প্রতিমা এবার মালয়েশিয়ার এক পূজামণ্ডপে শোভা পেতে চলেছে।
সময় বাঁচাতে এবং নিরাপদ পরিবহনের জন্য প্রতিমাটিকে বিমানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য তৈরি করা হয়েছে বিশেষ ৬ ফুট উচ্চতার ফাইবারের প্রতিমা। ইতোমধ্যেই বিমানের টিকিট কাটা হয়ে গেছে। আগামী সোমবার বিমানযোগে কলকাতা থেকে মালয়েশিয়া যাবে প্রতিমাটি।
প্রতিমা নির্মাতা মিন্টু পাল জানান, “বিদেশে দুর্গোৎসব পালনের আনন্দ ও আবেগ আমাদেরও ছুঁয়ে যায়। এ বছর মালয়েশিয়ার আয়োজকদের অনুরোধে আমরা ফাইবারের হালকা ও টেকসই প্রতিমা তৈরি করেছি। বিমানে পাঠানোর সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।”
কুমোরটুলিতে প্রতিমা রপ্তানির প্রস্তুতি এখন নতুন মাত্রা পেয়েছে। প্রতিবছরই বিদেশে বসবাসরত বাঙালি ও সনাতনী ভক্তরা কলকাতা থেকে প্রতিমা নিয়ে গিয়ে পূজার আয়োজন করে থাকেন। তবে বিমানে প্রতিমা পরিবহন তুলনামূলক বিরল ঘটনা। এ কারণে কুমোরটুলিতেও উৎসাহের সৃষ্টি হয়েছে।
পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত বাঙালি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দশভুজা প্রতিমার জন্য। পূজা চলাকালীন প্রতিমার চারপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ, আরাধনা ও মহোৎসবের আয়োজন থাকবে।