ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে শ্রীশ্রী চণ্ডী ও শ্রীমদ্ভগবদ্ গীতার শ্লোক দেয়াল লিখন কার্যক্রম
ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলো ভক্ত-শুভানুধ্যায়ীরা। ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সৌজন্যে শ্রীশ্রী চণ্ডী ও শ্রীমদ্ভগবদ্ গীতার নির্বাচিত শ্লোক দেয়াল লিখন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ আয়োজন নতুন প্রজন্মের কাছে সনাতনী শাস্ত্রের জ্ঞান ও শিক্ষাকে সহজভাবে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। মন্দিরের বিভিন্ন দেয়ালে গীতার উপদেশমূলক শ্লোক ও চণ্ডীপাঠের অংশবিশেষ সযত্নে অঙ্কিত করে রাখা হয়েছে, যা ভক্তদের মাঝে বিশেষ আগ্রহ ও অনুপ্রেরণা জাগিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত ড. কুশল বরন চক্রবর্তী। তিনি সংগঠনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রাণিত করেন। তাঁর মতে,
> “এমন উদ্যোগ আমাদের ধর্মীয় সংস্কৃতি ও জ্ঞানের ঐতিহ্যকে শুধু লালনই করবে না, বরং নতুন প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দেবে।”
ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এই আয়োজন সনাতনী সমাজে এক ইতিবাচক বার্তা ছড়াবে এবং ভক্তদের আধ্যাত্মিক অনুভূতি আরও সমৃদ্ধ করবে।