আসন্ন দুর্গাপূজায় অস্থিরতার পাঁয়তারা চলছে, সর্বোচ্চ সতর্ক পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর পুলিশের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। এজন্য পুলিশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি জানান, এ বছরও দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, সামনের পূজায় সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এর জন্য জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতাও জরুরি। তিনি জানান, ইতোমধ্যে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ভুলে গিয়ে এবার দুর্নীতি ও মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সম্প্রতি পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের আগে পুলিশ কর্মকর্তাদের পোস্টিং লটারির মাধ্যমে করা হবে। তিনি নিশ্চিত করেন, এই প্রক্রিয়ায় কোনো চাপ বা প্রভাব থাকবে না।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পুলিশকে দেওয়া নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয়, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তা রক্ষার প্রক্রিয়ায় পুলিশের পেশাদারিত্বের প্রতিশ্রুতি। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আসন্ন দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।