গণিতে বিশ্বসেরা হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অহনা সাহা ও চার সহপাঠী

1 week ago
VIEWS: 27

ঢাকা, :

কেমব্রিজ পাঠ্যক্রম-ভিত্তিক ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় এ বছর গণিতে শতভাগ নম্বর অর্জন করে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের পাঁচ কৃতি শিক্ষার্থী। এই অসাধারণ কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীরা সবাই উত্তরার স্বনামধন্য গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের। এই প্রথমবার স্কুলটির ইতিহাসে গণিতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করলো।

গণিতে শতভাগ নম্বরপ্রাপ্ত এই পাঁচ মেধাবী শিক্ষার্থী হলেন: মো. ফাইয়াজ সিদ্দিকী, অহনা সাহা, মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব, বুশরা রুবানা আফরোজ এবং সম্বৃত অম্বর। এদের মধ্যে অহনা সাহা, যিনি ৯৫.৬ শতাংশ মোট নম্বর পেয়ে স্কুল টপারদের একজন হয়েছেন, তিনি সম্মানজনক “ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন” অর্জন করে তাঁর সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন। ফাইয়াজ সিদ্দিকী ৯৬ শতাংশ নম্বর পেয়ে আরেকজন স্কুল টপার হয়েছেন।

এই যুগান্তকারী অর্জন ছাড়াও, এই ব্যাচের সামগ্রিক ফলাফলও ছিল অত্যন্ত প্রশংসনীয়। গ্লেনরিচ উত্তরা থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী দু শ’ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন। এছাড়াও, প্রায় অর্ধেক শিক্ষার্থী, অর্থাৎ ৯৯ জন, ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে তাদের মেধার স্বাক্ষর রেখেছেন। স্কুলটির সামগ্রিক গড় ফলাফল ৮০.৩ শতাংশ, যা তাদের শিক্ষাব্যবস্থার উচ্চমানকে তুলে ধরে।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের এই ধারাবাহিক সাফল্য কেবল পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির ফলাফল নয়, বরং প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক ভিত্তি যে অত্যন্ত মজবুত এবং শিক্ষা ক্ষেত্রে তারা কতটা দূরদর্শী; তারই অকাট্য প্রমাণ।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার অধ্যক্ষ অম্লান কে. সাহা এই ফলাফলের তাৎপর্য তুলে ধরে বলেন, “এই ফলাফলকে কেবল নম্বরের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না; এটি আমাদের মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার সাফল্যের প্রতিফলন। আমরা এই সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতেও অ্যাকাডেমিক উৎকর্ষ ধরে রাখার এবং শিক্ষার্থীদের শেখার সর্বোত্তম পরিবেশ ও উপকরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।”

বর্তমান সময়ে এসটিইএম-ভিত্তিক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস) শিক্ষার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্লেনরিচ এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তাদের পাঠ্যক্রমে রোবোটিকস, কোডিং এবং প্রকল্পভিত্তিক শিক্ষার সংযোজন করেছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করছে।

এই অসাধারণ সাফল্যের জন্য গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এবং সকল কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন!

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন