দিনাজপুরের ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন।

1 week ago
VIEWS: 45

প্রতিবেদক: শুভ রায় | HindusNews

(ফুলবাড়ী উপজেলা, দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’-এর ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত এবং সদস্য সচিব হয়েছেন রতন চক্রবর্তী। রোববার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এবং সাংগঠনিক সম্পাদক সনজীত কুমার রায় স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর আয়োজিত সভায় নবনির্বাচিত আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, “পূজা উদযাপন শুধু ধর্মীয় আচার নয়; এটি আমাদের সামাজিক ঐক্য, সংস্কৃতি এবং প্রজন্মের ঐতিহ্য বহন করে। আমরা সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতেই কাজ করব।” সদস্য সচিব রতন চক্রবর্তীও আশাবাদ ব্যক্ত করে জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সবার সহযোগিতায় আসন্ন দুর্গাপূজাসহ ভবিষ্যতের সব উৎসব সফলভাবে সম্পন্ন করা হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নতুন কমিটি নিয়ে বেশ আশাবাদী। তাদের প্রত্যাশা, এই কমিটি ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুলবাড়ীর বাসিন্দা শিক্ষক সুশান্ত রায় HindusNews-কে বলেন, “প্রতি বছর পূজা উদযাপনের সময় নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও আর্থিক সংকট দেখা দেয়। আশা করছি, নতুন কমিটি এসব সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে।”

ফুলবাড়ী বরাবরই বহুত্ববাদী সংস্কৃতির জন্য সুপরিচিত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় একসঙ্গে বিভিন্ন উৎসব পালন করে আসছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা নবগঠিত কমিটির সঙ্গে সমন্বয় রেখে শারদীয় দুর্গোৎসবসহ সব ধরনের পূজা-পার্বণ শান্তিপূর্ণভাবে পালনের আশ্বাস দিয়েছেন।

আহ্বায়ক কমিটি ইতোমধ্যেই কিছু প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো, স্থানীয় যুবসমাজকে স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং পূজাকে ঘিরে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের মতো উদ্যোগ রয়েছে তাদের কর্মপরিকল্পনায়।

২১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শম্ভু প্রসাদ গুপ্ত, ধীরেন্দ্র নাথ সরকার, অমিত কুমার গুপ্ত, শচীন্দ্র নাথ রায়, অন্তর কুমার মহন্ত, সুমন চন্দ্র সরকার, শংকর চন্দ্র মন্ডল, পাপন সরকার, উদয় দত্ত, মুকুল চন্দ্র পাল, কুমোদ চন্দ্র রায়, নিমাই রায়, রাজকুমার রায়, সুশান্ত সরকার, ধর্মচন্দ্র বর্মন, সুধীর চন্দ্র রায়, সুজন চন্দ্র রায়, ঈশ্বর চন্দ্র রায় এবং ব্রজেন্দ্র নাথ রায়।

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সব উপজেলা ও জেলা শাখাকে নতুনভাবে গঠন করা হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী নব্বই দিনের মধ্যে ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। স্থানীয়রা আশা করছেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠান আরও সুশৃঙ্খল, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন