
দিল্লির লালকেল্লায় ধর্মীয় উৎসব থেকে কোটি টাকার সোনার কলস চুরি!
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জৈন সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ‘দশলক্ষণ মহাপর্ব’ চলাকালে দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট একটি কলস। এগুলো জৈন আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে প্রতিদিন ব্যবহৃত হতো।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ব্যক্তি জৈন পুরোহিতের বেশ ধরে মঞ্চে প্রবেশ করে এবং আচার শুরুর কিছুক্ষণ আগে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্দেহভাজনকে ইতোমধ্যেই শনাক্ত করা গেছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের হীরা, পান্না ও চুনি খচিত ছোট কলস এবং একটি বড় সোনার কলস। প্রতিদিনই স্থানীয় এক জৈন ব্যবসায়ী ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে এসব সামগ্রী লালকেল্লা প্রাঙ্গণে নিয়ে আসতেন।
ওই ব্যবসায়ী সাংবাদিকদের বলেন—
“রত্নগুলো শোভাবর্ধনের জন্য ব্যবহার করা হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এর আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।”
আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান শুরুর সময় গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত থাকার সুযোগেই এ চুরি সংঘটিত হয়। আচারের শুরুতেই মঞ্চ থেকে সামগ্রী উধাও হয়ে যায়।
ব্যবসায়ীর ভাই আরও অভিযোগ করেন, সন্দেহভাজন ব্যক্তি এর আগেও অন্তত তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছে। তিনি দ্রুত দোষীর গ্রেপ্তার ও সামগ্রী উদ্ধারের দাবি জানান।
ঘটনাটি শুধু দিল্লি নয়, সমগ্র ভারতে জৈন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে। লালকেল্লার মতো ঐতিহাসিক ও কড়া নিরাপত্তা বেষ্টিত স্থানে কীভাবে এমন চুরি সম্ভব হলো, তা নিয়েও প্রশ্ন উঠছে।