
পাংশার স্বাধীন ও আরিফের মর্মান্তিক মৃ*ত্যু, গুরুতর আহত ১
সাগর পাল:
কালুখালীর বাংলাদেশ হাট মোড়ে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘ*টনায় পাংশা উপজেলার স্বাধীন সরকার (২২) ও আরিফ হোসেন (২৩) নামের দুই যুবক নিহ*ত হয়েছেন। এই দুর্ঘ*টনায় শাওন (২৪) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে স্বাধীন, আরিফ ও শাওন একটি মোটরসাইকেলে করে কালুখালীর দিক থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ হাট মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়।
দুর্ঘ*টনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন সরকার ও আরিফ হোসেনকে মৃ*ত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিহ*ত স্বাধীন সরকার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা এবং আরিফ হোসেন একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘ*টনার কারণ investig*ation করছে।