ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার কয়েকজন বাংলাদেশি

4 week ago
VIEWS: 176

অনলাইন ডেক্স :

ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযানকে ‘অপারেশন কালনেমি’ নাম দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রতারণা ও ধর্মান্তরের অভিযোগে এ অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এখন পর্যন্ত ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘অমিত কুমার’ নামে বসবাস করছিলেন এবং নিজেকে ‘বাঙালি ডাক্তার’ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এছাড়া জম্মু-কাশ্মিরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলু ‘রাজ আহুজা’ নামে পরিচয় গোপন করে দিল্লির ধনী ব্যক্তি সেজে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করছিলেন।

অভিযানের অংশ হিসেবে হরিদ্বার, দেরাদুন, টেহরি, পাউরি, আলমোড়া ও নৈনিতালসহ বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হয়। শুধু হরিদ্বারে ২ হাজার ৭০৪ জনকে যাচাই করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। দেরাদুনে যাচাই করা হয় ৯২২ জনকে, এর মধ্যে পাঁচজনকে আটক করা হয়।

উত্তরাখণ্ড পুলিশ বলছে, গত জুলাই থেকে শুরু হওয়া এই অভিযান আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ইতোমধ্যে কয়েকশ’ ভুয়া ‘বাবা’ ও প্রতারককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের মূল লক্ষ্য হলো ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা।

সুত্রঃ এনডিটিভি

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন