
মানবতার ফেরিওয়ালা মীরসরাইয়ের ইউএনও সোমাইয়া আক্তার: হৃদয় কুমার নাথের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন
মীরসরাই প্রতিনিধি:
অভাব অনটনের মাঝেও সুশিক্ষার স্বপ্ন দেখা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (UNO) সোমাইয়া আক্তার। ৮ নং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নিবাসী হৃদয় কুমার নাথ, যার পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে পৈত্রিক ভিটেমাটিও হারাতে হয়েছে। দিনমজুর বাবার আয়ে পাঁচজনের সংসারে দুবেলা খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে বুয়েট বা ডুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন ছিল এক অলীক কল্পনা।
কিন্তু অদম্য মেধাবী হৃদয় তার মেধার জোরে ডুয়েটের ভর্তি পরীক্ষায় সি.এস.ই. বিভাগে মেধা তালিকায় স্থান করে নেয়। সাফল্যের এই খবরে যেখানে আনন্দ হওয়ার কথা, সেখানে দুশ্চিন্তার কালো মেঘ জমেছিল তার পরিবারে। ভর্তি ফি, যাতায়াত খরচ, বইপত্র কেনার মতো ন্যূনতম সামর্থ্যও তাদের ছিল না।
এমনই এক সংকটময় মুহূর্তে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মীরসরাইয়ের ইউএনও সোমাইয়া আক্তার। হৃদয় কুমার নাথের অসহায়ত্বের কথা জানতে পেরে তিনি তার নিজস্ব তহবিল থেকে ভর্তির সম্পূর্ণ টাকা তুলে দেন হৃদয়ের হাতে। ইউএনও স্যারের এই সহযোগিতায় হৃদয়ের জীবনে যেন মরুভূমিতে এক পসলা বৃষ্টির মতো স্বস্তি নেমে আসে।
এ সময় ইউএনও সোমাইয়া আক্তার হৃদয়কে ভবিষ্যতে আরও সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে তার এই আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। এমন জনদরদী ও মানবিক কর্মকর্তারাই সমাজে আলোর দিশারী হয়ে কাজ করেন।