
সনাতনী জোটের মুখপাত্রের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে তীব্র আপত্তি: পূজা মণ্ডপে মদ ও গাঁজার অভিযোগ ভিত্তিহীন
ঢাকা:
সনাতনী জোটের মুখপাত্র কুশল বরন চক্রবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি মন্তব্য করেছিলেন যে পূজা মণ্ডপগুলোতে মদ ও গাঁজার আসর বসে। এই মন্তব্যের প্রেক্ষিতে কুশল বরন চক্রবর্তী তাঁর ফেসবুক পোস্টে উপদেষ্টাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় নিজের আপত্তির কথা তুলে ধরেন।
চক্রবর্তী তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, "মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পূজা মণ্ডপে মদ ও গাঁজার আসর বসানো হয় এমন বিকৃত তথ্য আপনাকে কে দিলো?" তিনি এই ধরনের অসত্য তথ্যের তীব্র বিরোধিতা করে বলেন যে, পূজা মণ্ডপে কেউ কখনো মদ ও গাঁজা সেবন করে না বা করার সুযোগ নেই।
তবে, তিনি স্বীকার করেন যে যদি কমিটির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মণ্ডপের বাইরে এমন কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে সাধারণ ভক্তবৃন্দই তাকে সামাজিকভাবে নিন্দা, অপদস্থ বা প্রতিহত করে।