বন্দরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত: সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের অঙ্গীকার

4 week ago
VIEWS: 98

বন্দর, নারায়ণগঞ্জ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বন্দরের সাবদী বাজার সংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। এতে বন্দরের ২৮টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান আনিস।

সাবদী রক্ষাকালী মন্দিরের সভাপতি লিটন ঘোষের সভাপতিত্বে এবং বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা সহ-প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সোনারগাঁও উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুতি রায়, বারদী ইউনিয়ন সাধারণ সম্পাদক রিপন শীল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল প্রধান, এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।

সভায় পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা, আলোকসজ্জা, মণ্ডপ সাজসজ্জা এবং ধর্মীয় অনুষ্ঠানাদি যথাযথভাবে পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সম্পন্ন করা অপরিহার্য।

উপস্থিত বক্তারা এই মহৎ আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একইসাথে, পূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রান্তিক ঘোষাল, পার্থ সারথি রায়, অরুণ ঘোষ, দিলীপ দাস, বিক্রম দাসসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই প্রস্তুতিমূলক সভা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন