
মাদারীপুরে পূজা উদযাপন ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
শিবচর প্রতিনিধি :সাগর কর্মকার HindusNews | মাদারীপুর
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সুপরিচিত সংগঠক সজল রায় সনাতন-কে আহ্বায়ক, অসীম হালাদার-কে সদস্য সচিব এবং আনন্দ সাহা-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়তেই মাদারীপুর জুড়ে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়। জেলার হিন্দু সমাজ, বিশেষ করে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাকর্মী এবং সাধারণ ভক্তবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। তাদের বিশ্বাস—এই নতুন নেতৃত্বের হাত ধরে মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।
জেলার পূজা উদ্যোক্তা ও সামাজিক সংগঠকরা জানান, মাদারীপুর একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঞ্চল। এখানে দুর্গোৎসবসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান শুধু উৎসব নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহামিলনমেলা। নতুন নেতৃত্বের মাধ্যমে সেই সম্প্রীতির ধারা আরও প্রসারিত হবে এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংহত হবে।
নতুন কমিটির আহ্বায়ক সজল রায় সনাতন HindusNews-কে বলেন,
“এ দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, এটি একটি দায়িত্বশীল অঙ্গীকার। আমরা চেষ্টা করবো মাদারীপুর জেলায় হিন্দু সমাজের ঐক্য অটুট রাখতে, ধর্মীয় অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে।”
সদস্য সচিব অসীম হালাদার আশা প্রকাশ করে বলেন,
“আমরা সবাই মিলে একযোগে কাজ করবো। বিশেষ করে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোথাও কোনো শঙ্কা না থাকে, সেটাই হবে আমাদের প্রথম অঙ্গীকার।”
যুগ্ম আহ্বায়ক আনন্দ সাহা যোগ করে বলেন,
“ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমরা সর্বদা একযোগে কাজ করবো। হিন্দু সমাজের স্বার্থ রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় তরুণ সংগঠক দীপঙ্কর দত্ত HindusNews-কে বলেন,
“নতুন কমিটি আমাদের মধ্যে নতুন উদ্যম জাগিয়েছে। আমরা চাই, তারা যেন হিন্দু সম্প্রদায়ের সমস্যা-সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখে।”
মাদারীপুরের সাধারণ পূজারি শ্রাবণী সাহা জানান,
“এমন নেতৃত্বে আমরা আশাবাদী। ধর্মীয় উৎসবগুলো এবার আরও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি।”