
খিলক্ষেত মন্দিরের জমি ফিরে পেল সনাতনী সম্প্রদায় : হিন্দু মহাজোটের উদ্যোগে উদ্বোধনী পূজা
ঢাকা প্রতিনিধি, HindusNews :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খিলক্ষেত মন্দিরের জমি ফিরে পেল স্থানীয় সনাতনী সম্প্রদায়। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষ হস্তান্তর করা জমির পরিমাপ গ্রহণ করা হয় এবং সেখানে উদ্বোধনী পূজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তৎকালীন উপদেষ্টা নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী খিলক্ষেতের ঐতিহ্যবাহী এই মন্দিরে উচ্ছেদ অভিযান চালায়। স্থানীয়রা জানায়, হিন্দু মহাজোট ও খিলক্ষেত মন্দির কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ ও প্রতিরোধ সত্ত্বেও সেদিন মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পিজুস দাস, সজীব দাস, টিম্পল পালসহ স্থানীয় সংগঠনের নেতারা।
ঘটনার পর দেশজুড়ে সনাতনী সংগঠনগুলো প্রবল প্রতিবাদ গড়ে তোলে। তীব্র সমালোচনার মুখে রেলওয়ে উপদেষ্টা নাসির উদ্দিন মাহমুদ পরে ভুল স্বীকার করে সনাতনী সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং ক্ষতিপূরণ হিসেবে খিলক্ষেত মন্দিরের জন্য সরকারিভাবে নতুন জায়গা বরাদ্দের উদ্যোগ নেন।
বুধবার সেই জমি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। উদ্বোধনী পূজায় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, ছাত্র মহাজোটের সভাপতি তপু দাস, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব দাস, খিলক্ষেত মন্দির কমিটির সদস্যরা এবং স্থানীয় সনাতনী নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সরকারিভাবে একটি উচ্ছেদ হওয়া মন্দিরের জমি পুনরায় হস্তান্তর করা হলো। তারা সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন—যদি দেশের সব সনাতনী সংগঠন একজোট হয়ে দাবি আদায় করে, তবে ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।