
চুয়াডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে সোনা লুটের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, HindusNews চুয়াডাঙ্গা
প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার মোড়ে সংঘবদ্ধ একটি চক্র স্বর্ণ ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তাকে (৩৬) কুপিয়ে রক্তাক্ত জখম করে সোনা লুটের চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে “বন্ধু জুয়েলারি” নামের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কয়েকজন ব্যক্তি মুখে মাস্ক পরে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালঙ্কার দেখার কথা বলে কানের দুল, চেইন ও আংটি দেখতে চায়। এক পর্যায়ে তারা অ্যাকাউন্ট বা বিকাশ নম্বর চান। ব্যবসায়ী সঞ্জয় জানান তার কোনো নম্বর নেই এবং পাশের বুথ থেকে টাকা তোলা যাবে। তখনই এক ব্যক্তি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করে।
হঠাৎ এ আক্রমণে সঞ্জয় কুমার সান্তা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত দোকানে প্রবেশ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। দামুড়হুদা অঞ্চলের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।”
চুয়াডাঙ্গা জুয়েলারি ব্যবসায়ী সমিতি এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।