
নেপালে অস্থিরতার মধ্যে পশুপতিনাথ মন্দিরে হামলা ও লুটপাটের চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক, HindusNews | কাঠমাণ্ডু, নেপাল
প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে হামলা ও লুটপাটের চেষ্টা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমাণ্ডুর বনেশ্বর এলাকায় অবস্থিত এই প্রাচীন মন্দিরের গেটে একদল আন্দোলনকারী ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে মন্দিরের নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে এবং মন্দিরটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়।
ঘটনার সময় মন্দিরের আশেপাশে থমথমে পরিবেশ বিরাজ করছিল। সেনা মোতায়েনের ফলে লুটপাটের চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী মন্দিরের ভিতরে ও আশেপাশে টহল দিচ্ছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগ্ডেল শান্তি ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের আলোচনায় বসার অনুরোধ করেছেন।
নেপালের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরে বিরাজ করছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন, তবে দেশজুড়ে অশান্তি থামেনি। বহু সরকারি অফিস, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর দফতর, একাধিক মন্ত্রীর বাড়ি এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরে গিয়ে তার স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি একেবারেই ভয়াবহ রূপ ধারণ করেছে।
সেনাবাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারফিউ জারি করে এবং ট্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও সেনা-নিয়ন্ত্রিত পরিবেশে কিছুটা শান্তি ফিরেছে। তবে পরিস্থিতি এখনও অস্থির এবং জনরোষের কারণে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে।
এই অশান্তির কারণে দেশের মানুষ আতঙ্কিত এবং পশুপতিনাথ মন্দিরসহ অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনী সতর্ক অবস্থায় মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করছে, যাতে ধর্মীয় স্থাপনা ও সাধারণ মানুষ কোনো ধরনের হামলার শিকার না হন।