
নেপালের বিক্ষোভে শিবসেনার সতর্কতা! “ভারতেও আগুন জ্বলে উঠতে পারে”
HindusNews ডেস্ক :
নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউ চলমান থাকায় ভারতের অভ্যন্তরেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে ‘আগুন’ জ্বলে উঠেছে, ভারতেও তা ঘটতে পারে। তবে ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসী বলেই এখনো সহিংসতা হয়নি, আর এ কারণেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার টিকে আছে।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত বলেন, “নেপালের মতো এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে, মনে রাখতে হবে ভারত একটি বিশাল দেশ, যা এখনো টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মগ্রহণ করেছিলেন। আজও মানুষ গান্ধীর আদর্শে বিশ্বাস করে। সেই কারণেই এ দেশের লোকেরা এখনো সহ্য করছে।” তিনি আরও দাবি করেন, “মোদিজি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শের কারণেই আপনার সরকার টিকে আছে।”
রাউত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন, এর মানে দেশে আজও দারিদ্র্য রয়ে গেছে। তিনি নেপালের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন, ভারতের অর্থ বিদেশে চলে যাচ্ছে, কারও ছেলে দুবাইতে বসে আছে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়। নেপালের অবস্থাও একই ছিল।
তিনি ভারতের পররাষ্ট্রনীতির দিকেও আঙুল তোলেন। রাউতের মতে, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল, নেপাল ভারতকে ‘বড় ভাই’ মনে করত। কিন্তু নেপাল সংকটে পড়লে ভারত সেই বড় ভাইয়ের দায়িত্ব পালন করেনি। “এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা”—এমন মন্তব্যও করেন তিনি।
ভারতের তরুণ সমাজ এখন চুপচাপ সব দেখছে বলে মন্তব্য করে রাউত আরও বলেন, দেশে বেকারত্ব আছে, নানান সমস্যা আছে। এসব সমস্যার সমাধান না করলে এবং নেপালের মতো দুর্নীতি, স্বজনপ্রীতি, একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ বাড়তে থাকলে ভারতের ভেতরেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।