কালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মাণ! জনরোষে প্রশাসনের হস্তক্ষেপ

1 week ago
VIEWS: 101

সাতক্ষীরা প্রতিনিধি, HindusNews :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় সার্বজনীন দামুদর মন্দিরের অনুকূলে থাকা জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ক্ষোভ ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন অবশেষে পদক্ষেপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর গ্রামের মৃত এছাম উদ্দীন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার (৫৫) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০০ সালের ২৯ আগস্ট শ্যামল কুমার ঘোষ ৫৫৩ নং খতিয়ানের এসএ ১২৯৬ ও ১২৯৭ দাগের হাল দাগে ২০৩৬ দাগের মধ্যে ৩ শতক জমি দামুদর মন্দিরের অনুকূলে দান করেন। পরবর্তীতে শ্যামল কুমার ঘোষের কাছ থেকে ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর ৫৩৩৫ নং রেজিস্ট্রি কোবলা দলিলের মাধ্যমে সামছুর রহমান ১২৯৭ দাগে ২ শতক ও এসএ ৪৯৮ খতিয়ানভুক্ত ৪ শতক জমি বৈধভাবে ক্রয় করেন।

অভিযোগে আরও বলা হয়, বৈধভাবে খরিদকৃত জমি হলেও স্থানীয় মো. রওশন আলী কাগুচি (৫০), হাফিজুল গাজী (৩৫) ও আলী আকবর (৩৬) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বর্তমানে তারা সেখানে মার্কেট নির্মাণ শুরু করায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

জনরোষ ও সম্ভাব্য অস্থিরতার প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী আপাতত স্বস্তি পেলেও জমি দখল ও মন্দিরের সম্পত্তি রক্ষায় স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল ও বেচাকেনার ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা না থাকায় ভুক্তভোগীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও স্থায়ী সমাধান চান।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন