
গাবতলীতে দুর্গামন্দির কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদানের অভিযোগ!
বগুড়া প্রতিনিধি:HindusNews ডেস্ক,
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মন্দির কমিটির সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব জানান, গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বাইশগুণী সাহিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে এ বছরও শারদীয় দুর্গাপূজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজন। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি মন্দির কমিটির সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেছেন, যেন পূজার আয়োজন ব্যাহত হয়।
চঞ্চল কুমার দেব বিষয়টি দ্রুত সমাধানের দাবিতে গাবতলী মডেল থানা ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান HindusNews-কে জানান, “এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়েছে। পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য ইতিমধ্যেই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, বহু বছর ধরে এ মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এবারের পরিস্থিতি অন্যরকম। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে উৎসবের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।”
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং যারা পূজা প্রস্তুতিতে বাধা ও ভয়ভীতি প্রদানের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।