
সংখ্যালঘু অধিকার আন্দোলনের উদ্যোগে "আমরণ গণঅনশন" কসূচীর ঘোষণা!
ডেস্ক রিপোর্ট, HindusNews:
সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থী, সাধারণ জনগণ ও সংগঠকদের অংশগ্রহণে আজ, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ইং থেকে “আমরণ গণঅনশন” কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ জানিয়েছেন, এটি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে একই সঙ্গে পালিত হবে।
সংগঠনটি ৮ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলসমূহকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। আল্টিমেটামে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা এবং ক্ষমতায়ন সংক্রান্ত ৮ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল। তবে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় পূর্ব ঘোষণামাফিক গণঅনশন কর্মসূচী পালন হবে।
আজ, বৃহস্পতিবার সচিবালয়ে সর্বশেষ বারের মতো ৮ দফা সংখ্যালঘু কমিশনের খসড়া স্মারকলিপি জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টাদের বরাবর। স্মারকলিপি জমার প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১২ ঘণ্টা, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ২৪ ঘণ্টা এবং তৃতীয় দিন থেকে আমরণ গণঅনশন কার্যকর হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এটি গণঅনশন এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে পালিত হবে। তাই সর্বসাধারণের কথা বিবেচনা করে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে এগোনো হবে। দুর্গাপূজার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অপরিহার্য।”
অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহের উদ্দেশ্যে শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ বলেন, “শিক্ষার্থী সমাজ ইতিহাসে বারবার প্রমাণ করেছে যে, তারা কখনোই খালি হাতে ফেরে না। আমাদের হারানোর কিছু নেই। পূজার আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে, নির্বাচন হোক বা সংস্কার, ৮ দফা বাস্তবায়ন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করতে হবে।”