
ফতেয়াবাদে পুকুরে স্নান করতে গিয়ে স্কুল শিক্ষার্থী প্রান্ত দে -র মৃত্যু!
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রাক-নির্বাচনী পরীক্ষার পরে ফতেয়াবাদ মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র প্রান্ত দে তার চার বন্ধু সহ পুকুরে স্নান করতে নেমে অকাল মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, প্রান্ত দে এবং তার বন্ধুরা পরীক্ষা শেষে বিশ্রামের উদ্দেশ্যে পুকুরে গিয়েছিল। স্নানের সময় প্রান্ত দে হঠাৎ পানির গভীর অংশে ডুবে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন হারান। অন্য তিনজন বন্ধু পানির তাণ্ডব থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
প্রান্ত দে তার বিদ্যালয়ের একজন মেধাবী ও পরিচিত শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল প্রয়াণে বিদ্যালয় পরিবার, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা গভীর শোকাহত। বিদ্যালয় প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং সর্বশক্তিমানকে প্রার্থনা করছে—তিনি যেন প্রান্তের আত্মাকে চিরশান্তি দান করেন এবং পরিবারের সদস্যদের এই অসহনীয় দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন।
স্থানীয় প্রশাসন এবং পুকুরের আশপাশের এলাকাবাসী সতর্ক করেছেন যে, পুকুরে স্নানের সময় সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের প্রতি বিনীত অনুরোধ, যেন আর কোনো পরিবার এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি না হয়।