

চট্টগ্রামে চিরকুট লিখে বাংলাদেশ সনাতন পার্টি নেতার বোন সুবর্না দওর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক, HindusNews, চট্টগ্রাম:
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দও’র ছোট বোন সুবর্না দও বুধবার রাতে করুণভাবে আত্মহত্যা করেছেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার এলাকায় রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুবর্না দও মৃত্যুর আগে একাধিক চিরকুট লিখে রেখে গেছেন। চিরকুটগুলোতে তিনি তার জীবনে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের করুণ অভিজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের দাবি, স্বামীর লাগাতার নির্যাতনের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন।
ঘটনার পরপরই বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,
“আমরা এখনো থানায় অবস্থান করছি। সুবর্নার মৃত্যুর পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে সুবর্নার স্বামী বর্তমানে পলাতক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে এবং শিগগিরই মামলা প্রক্রিয়া সম্পন্ন হবে।
পরিবারের প্রতি শেষ বার্তা
চিরকুটে সুবর্না দও আবেগঘন বার্তায় লিখেছেন—
> “মেয়ে বিয়ে দিতে অবশ্যই মানুষের সাথে বিয়ে দিন, টাকার সাথে নয়।”
এই বেদনাদায়ক বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বায়েজিদ বোস্তামী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সনাতন পার্টি জেলা কমিটি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে।