
আর্থিক সংকটে পশ্চিম টাইগারপাস কৃষ্ণ মন্দিরে দুর্গাপূজা আয়োজন অনিশ্চিত!
নিজস্ব প্রতিবেদক, HindusNews,চট্টগ্রাম:
চট্টগ্রামের খুলশী থানার পশ্চিম টাইগারপাস রেলওয়ে কলোনির ৮নং বিল্ডিং এলাকায় অবস্থিত পশ্চিম টাইগারপাস কৃষ্ণ মন্দিরে এ বছরের দুর্গাপূজা আয়োজন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। মন্দির পরিচালনা ও পূজা উদযাপন কমিটি জানিয়েছে, গুরুতর আর্থিক সংকট এবং নেতৃত্বের শূন্যতার কারণে পূজার প্রস্তুতি কার্যত থমকে গেছে।
স্থানীয় সূত্র জানায়, চলমান আর্থিক সমস্যার কারণে বর্তমান সভাপতি পূজা আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং তিনি আর পূজার কোনও খোঁজখবর বা দিকনির্দেশনা দিচ্ছেন না। পূজা শুরু হতে মাত্র ২০ দিন বাকি থাকলেও আয়োজনের কোনও সুস্পষ্ট পরিকল্পনা বা অর্থসংস্থান দেখা যাচ্ছে না। এরই মধ্যে আগের কমিটির কাছে থাকা মন্দিরের পাওনা টাকা ফেরত না পাওয়ায় সমস্যাটি আরও ঘনীভূত হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ জানান, যদি আগের দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত বকেয়া টাকা পরিশোধ করেন তবে এ বছরও দুর্গাপূজা আয়োজন সম্ভব হবে। কিন্তু টাকা ফেরত না এলে পূজা বন্ধ হয়ে যাবে এবং মহানগর পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
তারা আরও বলেন, পূজার বাজেট অনুযায়ী বর্তমানে পর্যাপ্ত অর্থ নেই। এজন্য সকলকে এগিয়ে এসে বকেয়া টাকা পরিশোধ এবং আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ পরিস্থিতি সমাধানে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে সবাইকে উপস্থিত হয়ে পরবর্তী করণীয় ঠিক করার আহ্বান জানানো হয়েছে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এলাকার সম্মান, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষায় সবাই যদি একসঙ্গে এগিয়ে আসে, তাহলে বহু বছরের ঐতিহ্যবাহী এই দুর্গাপূজা বাতিলের হাত থেকে রক্ষা পাবে। অন্যথায় চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আয়োজন এ বছর অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।