
জগন্নাথকাঠি বাজারে ফুটপাতে সবজি বিক্রি করে স্বামীর চিকিৎসার খরচ চালাচ্ছেন সবিতা রায়।
HindusNews প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা গ্রামের গৌরাঙ্গ রায়ের স্ত্রী সবিতা রায় স্বামীর চিকিৎসার খরচ চালাতে বাধ্য হয়ে জগন্নাথকাঠি বন্দর বাজারের ফুটপাতে সবজি বিক্রি করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাজারে বসে স্থানীয় ক্রেতাদের কাছে সবজি বিক্রি করে সংসারের দৈনন্দিন খরচ এবং স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ রায় নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ জোগাড় করতে না পারায় সবিতা রায় নিজের শ্রম দিয়েই পরিবারের প্রয়োজন মেটাচ্ছেন। তিনি বাজারে সবজি বিক্রির দায়িত্ব নিজেই সামলাচ্ছেন, যাতে স্বামীর চিকিৎসা থেমে না যায়।
স্থানীয়রা বলছেন, সবিতা রায়ের এই অবস্থায় একা সমস্ত দায়িত্ব সামলানো খুবই কষ্টকর।
তাদের মতে, সমাজের সহৃদয় মানুষদের সাহায্য আসলে গৌরাঙ্গ রায়ের চিকিৎসা ব্যয় অনেক সহজে মেটানো সম্ভব হবে।