
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৫: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত সভা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল ৩.০০ টায় অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক (যুগ্মসচিব) জনাব ফৌজিয়া খান সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত সভার সঞ্চালনা করেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জেলা সিভিল সার্জন, সকল উপজেলার ইউএনও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পূজা ফ্রন্ট ও পূজা পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, শ্রী শ্রী কালিবাড়ি, হিন্দু ছাত্র মহাজোট সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীজন।
সভায় উপস্থিত সকলে সম্মিলিতভাবে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণে একমত পোষণ করেন। জেলা প্রশাসন, পুলিশ, সেনা ও স্থানীয় সামাজিক সংগঠনসমূহের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করবে যে, উৎসবটি সবার জন্য আনন্দঘন ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।