
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণ ও দুর্গাপূজার সময় পরীক্ষা স্থগিতের দাবিতে স্মারকলিপি।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণ ও শারদীয় দুর্গাপূজার সময় বিভাগগুলোর পরীক্ষা স্থগিত রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও পূজা উদযাপন পরিষদ পৃথকভাবে দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক পংকজ রায়ের স্বাক্ষরিত একটি স্মারকলিপি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী কোনো উপাসনালয় না থাকায় প্রতি বছর পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হন। এজন্য দ্রুত স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানানো হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এক দরখাস্তের মাধ্যমে দুর্গাপূজার সময় সেমিস্টার পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানান সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তারা উল্লেখ করেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই সময়ে পরীক্ষা হলে শিক্ষার্থীদের পূজা উদযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই পূজার সময়সূচিতে পরীক্ষা না রাখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।
শিক্ষার্থীদের এই দাবি প্রসঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন বিভিন্ন ধর্মের উপাসনালয় রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়েও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার জন্য স্থায়ী মন্দির প্রয়োজন। একই সঙ্গে পূজা উপলক্ষে পরীক্ষা স্থগিত রাখা ধর্মীয় সম্প্রীতি রক্ষার একটি ইতিবাচক উদ্যোগ হবে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।