
লিটন দাসের হাফসেঞ্চুরি ও নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫–এর প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করল বাংলাদেশ। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টাইগাররা সহজেই হংকংকে পরাজিত করে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে হংকং। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে সক্ষম হয়।
জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস সামনে থেকে নেতৃত্ব দেন।
মাত্র ৩৩ বলে তার ঝলমলে হাফসেঞ্চুরি দলের ইনিংসকে স্থিতি দেয়। তৌহিদ হৃদয় ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ইনিংসে শেষ পর্যন্ত মাত্র সাত উইকেট হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথম ম্যাচের এই জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে।
সমর্থকরা মনে করছেন, বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স ও লিটনের আক্রমণাত্মক ব্যাটিং এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ফলের বার্তা দিচ্ছে।