
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সঙ্গিতা রায়ের মর্মান্তিক মৃত্যু!
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সঙ্গিতা রায় বালিয়াডাঙ্গী উপজেলার ১ পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। তিনি স্থানীয় লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম HindusNews-কে জানান, “মাথার উপরিভাগে সাপের কামড়ের চিহ্ন ছিল। দুঃখজনকভাবে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পরপরই পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে না নিয়ে প্রথমে একটি স্থানীয় ঔঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করান। প্রায় পাঁচ ঘণ্টা সময় নষ্ট হয় এই ঝাঁড়ফুকে। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা ও সঠিক অ্যান্টিভেনম দেওয়া হলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু বিলম্ব ও অপ্রচলিত চিকিৎসা নেওয়ার কারণে ঝুঁকি বেড়ে যায়।
স্থানীয়দের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সাধারণ মানুষকে সাপের কামড়ের পরপরই দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে সচেতন করতে হবে।
এই মর্মান্তিক ঘটনায় মাসানডাঙ্গী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সঙ্গিতা রায়ের সহপাঠী ও শিক্ষকেরা জানিয়েছেন, পড়াশোনায় তিনি ছিলেন মনোযোগী ও ভদ্র স্বভাবের। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।