
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা নিখুঁত ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।” তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়।
তিনি প্রতিমা বিসর্জন কার্যক্রমও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু শংকর কুমার দে, সাধারণ সম্পাদক বাবু শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি বাবু বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক বাবু সুশীল দাস, বন্দর উপজেলা সাধারণ সম্পাদক বাবু শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, ফতুল্লা থানার সভাপতি প্রদীপ মন্ডল ও সাধারণ সম্পাদক শিবু দাস, আড়াইহাজার উপজেলার সভাপতি বাবু হারাধন দে, সোনারগাঁও উপজেলা সাধারণ সম্পাদক সুমিত রায়সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।