
রমনা কালী মন্দিরে সংখ্যালঘু অধিকার আন্দোলনের গণঅনশন শুরু!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, নির্বাচনে প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য রাজধানীর রমনা কালী মন্দিরে শুরু হয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের গণঅনশন কর্মসূচি।
আন্দোলনকারীরা জানান, “সংস্কারের জন্য ৮ দফা বাস্তবায়ন, নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধিদের সংসদে স্থান নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহার” – এই মূল দাবিগুলো আদায়ে তারা এই কর্মসূচি পালন করছেন।
তাদের ঘোষিত সময়সূচি অনুযায়ী:
প্রথম দিন (আজ): দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১২ ঘণ্টার গণঅনশন।
দ্বিতীয় দিন (আগামীকাল শনিবার): শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার গণঅনশন।
তৃতীয় দিন (১৪ সেপ্টেম্বর, রবিবার): সকাল ১০টা থেকে শুরু হবে ‘আমরণ গণঅনশন’।
সংগঠনটির নেতারা বলেন, “৪০০ দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভাগীয় পর্যায়ের পর এবার জেলা পর্যায়েও এই অনশন কর্মসূচি বিস্তৃত হবে।”
আন্দোলনকারীরা দাবি করেন, এই কর্মসূচির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায় করাই তাদের মূল লক্ষ্য।