
মল্লিকপাড়ায় মূর্তি ভাঙার ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন কর্মসূচী!
গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে চাঁচল থানার অন্তর্গত মহানন্দপুর গ্রামে শ্মশান কালী ও শিবের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষ তখনই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
কিন্তু ঘটনার প্রায় ১৮ দিন পার হলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি।
এই অবস্থায় আজ চাঁচল থানায় গ্রামবাসী ও হিন্দু সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ—ঘটনার পর এতদিন কেটে গেলেও দোষীরা ধরা না পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বেড়েছে।
ডেপুটেশন শেষে উপস্থিত কয়েকজন বলেন, “আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, যাতে এমন ঘটনা আর না ঘটে।”
চাঁচল থানার কর্মকর্তারা প্রতিনিধিদের জানিয়েছেন যে ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে। পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তারা কাজ করছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন জানান,"দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করা হোক।"