
মিরসরাই কলেজে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে মাসব্যাপী গীতা শিক্ষা কার্যক্রম শুরু।
চট্টগ্রাম জেলার মিরসরাই কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আজ থেকে মাসব্যাপী গীতা শিক্ষার আয়োজন শুরু করেছে। গীতা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সনাতন সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মান্তর রোধে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বৃহত্তর একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সমাজের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে হিন্দু ছাত্র মহাজোটের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিরসরাই কলেজ শাখার এ মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে এই আয়োজনের প্রধান ভূমিকা পালনকারী কৃষ্ণ পাল, বাধন আচার্য্য ও দীপ্ত দাশকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
উদ্যোক্তারা আশা করছেন, এই মাসব্যাপী গীতা শিক্ষা কার্যক্রম তরুণ প্রজন্মকে সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।