

সনাতন বিদ্যার্থী সংসদ সিলেট মহানগর শাখা আয়োজিত বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে সম্পন্ন
সিলেট প্রতিনিধি, –
সনাতন বিদ্যার্থী সংসদ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সিলেট শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২০০০-এরও বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মোট ১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন বিদ্যার্থী পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজক কমিটির আহ্বায়ক নয়ন বর্মন, সদস্য সচিব শ্রাবন্তী দাশ, যুগ্ম আহ্বায়ক শিশির দে, মাঠ কার্য সচিব বিশ্বরূপ চক্রবর্তী অন্তু, দুর্জয় সরকার এবং অর্থ সচিব সুবীর তালুকদার পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও, সনাতন বিদ্যার্থী সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি দিগ্বিজয় দেব, সহ-সভাপতি তাপস তালুকদার, সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য ভট্টাচার্য এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৌরভ দেব শুভ্র সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় এই বৃহৎ আয়োজনকে সফল করতে অবদান রাখেন।
পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং পড়াশোনায় উৎসাহিত করতে সহায়ক হবে। পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে।