
মৌলভীবাজারে মহালয়া: শ্রী শ্রী নতুন কালীবাড়িতে আগমনী সুর
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকৃতির চিরন্তন নিয়মে শরৎকাল আবারও ফিরে এসেছে, আর তার সাথে এসেছে আদ্যাশক্তি মহামায়ার আগমনী বার্তা। মৌলভীবাজার শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়িতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার মহালয়ার এই পুণ্য প্রভাতে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য মহালয়া অনুষ্ঠান। দেবী বন্দনা, চণ্ডীপাঠ আর নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানানো হবে দেবী দুর্গাকে।
এই মঙ্গলময় ভোরে সকল ভক্ত ও সুধীজনকে সবান্ধব উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে একসাথে ভাগ করে নেওয়া যায় দেবী বন্দনা এবং শুভসূচনা।
অনুষ্ঠানসূচী:
* ভোর ৫:০০ ঘটিকা: শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।
* সকাল ৯:০০ ঘটিকা: শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
* সকাল ১০:০০ ঘটিকা: ধর্মীয় কুইজ প্রতিযোগিতা এবং ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
* সন্ধ্যা ৬:০০ ঘটিকা: গীতিনাট্য "নবরূপে রণরঙ্গিণী" পরিবেশিত হবে।
* সন্ধ্যা ৭:০০ ঘটিকা: এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।
* রাত ৮:০০ ঘটিকা: কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অনুষ্ঠানের সমাপন।
আয়োজকরা আশা করছেন, সকলের সবান্ধব উপস্থিতিতে এক অকৃত্রিম আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।