মৌলভীবাজারের চা শ্রমিক পরিবারের সন্তান ডা. আকাশ নুনিয়া সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত, এলাকায় আনন্দের বন্যা

6 days ago
VIEWS: 53

শান্ত পাল, মৌলভীবাজার : অদম্য ইচ্ছা শক্তি আর নিরলস পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ৪৮তম বিসিএসে (বিশেষ) সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের কৃতী সন্তান ডা. আকাশ নুনিয়া। চা শ্রমিক পরিবারে জন্ম নেওয়া এই মেধাবী তরুণ প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে জয় করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর এই যুগান্তকারী সাফল্য পুরো চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও গর্বের এক নতুন আবহ তৈরি করেছে।

ডা. আকাশ নুনিয়া’র শৈশব কেটেছে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে। চা বাগানের সীমাবদ্ধ পরিবেশে বেড়ে উঠলেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। এই অদম্য ইচ্ছা এবং বাবা-মায়ের সীমাহীন ত্যাগ তাঁকে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। অবশেষে, দেশের অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে তিনি তাঁর স্বপ্ন পূরণের প্রথম ধাপ অতিক্রম করেন।

আজ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে সহকারী সার্জন পদে তাঁর নাম ঘোষণার পর থেকেই মাজদিহি চা বাগানসহ পুরো মৌলভীবাজার জুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা ডা. আকাশ নুনিয়ার এই অর্জনকে শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না, বরং এটি চা শ্রমিক সম্প্রদায়ের তরুণ-তরুণীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁরা বলছেন, আকাশের এই সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও মেধা থাকলে কোনো বাধাই উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. আকাশ নুনিয়া বলেন, "এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বাবা-মায়ের কষ্ট, শিক্ষকদের দোয়া আর নিজের চেষ্টার ফলেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি চাই চা শ্রমিক পরিবারের আরও ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় এগিয়ে আসুক এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করুক।"

উল্লেখ্য, সিলেট বিভাগের চা বাগানগুলো থেকে প্রতি বছরই অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফল করলেও বিসিএস ক্যাডারে ডাক্তার হিসেবে সুযোগ পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। তাই ডা. আকাশ নুনিয়ার এই সাফল্যকে স্থানীয়রা এক যুগান্তকারী অর্জন হিসেবে দেখছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এবারের চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নির্বাচিত হয়েছেন। এই বিশাল সফলতার মাঝে ডা. আকাশ নুনিয়ার গল্পটি এক বিশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন