
ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের ৮৫তম গীতা স্কুলের উদ্বোধন।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় আজ (শুক্রবার) বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের উদ্যোগে ৮৫তম গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মাঝে শ্রীমদ্ভগবদ্ গীতার নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও জীবনদর্শন ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলায় এই গীতা স্কুল পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-অভিভাবক, সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, গীতা স্কুলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা পৌঁছে যাবে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে সনাতনী মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, এটি তাদের ৮৫তম গীতা স্কুল হলেও আগামীতে দেশের প্রত্যেক উপজেলায় এমন স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।