
মহাতীর্থ চন্দ্রনাথ ধামে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্নাইন কমিটির সঙ্গে সফল আলোচনা বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের।
তন্ময় মালাকার
চট্টগ্রাম প্রতিনিধি, HindusNews:
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) মহাতীর্থ সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ ধামে পর্যটক প্রবেশ বন্ধ প্রসঙ্গে স্নাইন কমিটির কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের সভাপতির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এ আবেদনপত্র জমা দেন।
স্নাইন কমিটির পক্ষ থেকে কমিটির সেক্রেটারি আবেদন গ্রহণ করেন।
আবেদনপত্র জমাদানের পরপরই চন্দ্রনাথ ধামের পর্যটক প্রবেশসংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি ও স্নাইন কমিটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষই বিষয়টি নিয়ে একমত পোষণ করে।
বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটি জানায়, স্নাইন কমিটির সঙ্গে এ আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
পাশাপাশি দেশের সব সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানানো হয়, তাদের আশীর্বাদেই আজকের আলোচনা সুন্দর ও ফলপ্রসূ হয়েছে।
সংগঠনটি আরও জানায়, চন্দ্রনাথ ধামের পবিত্রতা ও সনাতন ধর্মাবলম্বীদের আস্থার জায়গা রক্ষায় ভবিষ্যতেও তারা স্নাইন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।