
কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শান্ত পাল,
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পুলিশ সুপার সভায় উপস্থিত সকলকে সতর্ক করে বলেন, “শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। গুজবের শিকার না হয়ে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।” তিনি আরও বলেন, “পূজামণ্ডপের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। যারা উৎসবকে বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন। স্বাগত বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুলাউড়া উপজেলা আহবায়ক বিধান চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৌম্য মিত্র, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুর রহমান ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
এছাড়া পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরা, যেমন প্রদীপ কান্ত দত্ত, অসিত দাস রিংকু, অমিত দেব, জগদীশ প্রসাদ কানু, প্রফুল্ল পাল, অনন্ত কুমার দাস, নিপেন্দ্র পাল ও পূর্ণেন্দু দত্ত সহ অনেকে তাদের মতামত তুলে ধরেন।
আনুমানিক ৪৫০-৫০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সভায় শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।