

রাউজানে সনাতনী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: মেধা বিকাশে এক অনন্য উদ্যোগ
তন্ময় মালাকার , চট্টগ্রাম:
প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হলো সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখার আয়োজনে "বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫"। গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রাথমিক, মাধ্যমিক ও সকল বয়সের ১,১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ এবং স্ব স্ব ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপের লক্ষ্যে প্রতি বছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এটি সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখার একটি মহতী উদ্যোগ, যা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে।
পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসু পালিত ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, প্রাক্তন শিক্ষক অরুণ দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে কে শর্মা (জনি) সহ স্থানীয় সনাতন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুজন দাশ (সহকারি শিক্ষক) এর পরিচালনায় এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখার সভাপতি শ্রীমান দাশ শুভ এবং সাধারণ সম্পাদক অনিক দাশ শুভ পরীক্ষায় উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী ও জ্ঞানপিপাসু করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।