
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবে ভারতের সমর্থন।
HindusNews আন্তর্জাতিক ডেস্ক:
নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে আনা প্রস্তাবে ভারতের সমর্থন জানানো হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ভারতসহ ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
“নিউ ইয়র্ক ঘোষণা” নামের এই প্রস্তাবে মূলত হামাসবিহীন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। এতে গাজায় হামাসের শাসনের অবসান, নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং সব জিম্মিকে মুক্ত করার আহ্বান রয়েছে।
ভারত তার ভোটের মাধ্যমে দীর্ঘদিনের নীতিগত অবস্থান—দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবটির তীব্র বিরোধিতা করে। তাদের মতে, এটি একপাক্ষিক এবং শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করতে পারে। ইসরায়েলি রাষ্ট্রদূত প্রস্তাবটিকে “বাস্তবতা বিবর্জিত” বলে উল্লেখ করেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ১০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছিল অন্যতম।
এই ভোটাভুটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের অবস্থান দীর্ঘদিনের দ্বি-রাষ্ট্র নীতির প্রতিফলন, যেখানে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের জন্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।