
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইনের পোলো শার্ট ও আইডি কার্ড সরবরাহ।
শান্ত পাল,মৌলভীবাজার প্রতিনিধি, HindusNews:
“আমরা চাই না রক্তের অভাবে কোনো প্রাণ নিভে যাক”—এই অঙ্গীকারকে সামনে রেখে হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইনের স্বেচ্ছাসেবকদের জন্য আনুষ্ঠানিকভাবে পোলো শার্ট ও পরিচয়পত্র (আইডি কার্ড) সরবরাহ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝুঁকির মুখে না পড়ে, সেটিই তাদের মূল উদ্দেশ্য। স্বেচ্ছায় রক্তদান ও সেবার মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাকেই তারা প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং এর সকল অঙ্গ সংগঠনের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পূজাকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
পীযুষ দাস, সভাপতি, বাংলাদেশ হিন্দু মহাসংঘ;
আকাশ কুমার মহন্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ এবং প্রধান প্রশাসক, হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইন;
পার্থ কর্মকার, সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ;
আনন্দ দেব বর্মন, সহ-প্রচার সম্পাদক, বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ এবং প্রধান টিম লিডার, হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইন;
রিপন দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ এবং সহ-পরিচালক, হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—কাজল সরকার, পীযুষ বর্ধন লিংকনসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, শুধু দুর্গাপূজার সময় নয়, সারা বছরব্যাপী ব্লাড লাইফলাইন কার্যক্রম চালু থাকবে। যেকোনো সনাতনী বা সাধারণ মানুষ রক্তের সংকটে পড়লে এই সংগঠন দ্রুত রক্ত সরবরাহে এগিয়ে আসবে।
বাংলাদেশ হিন্দু মহাসংঘের সভাপতি পীযুষ দাস বলেন,
> “ব্লাড লাইফলাইন শুধু একটি সেবা নয়, এটি এখন একটি মানবিক আন্দোলন। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
হিন্দু মহাসংঘ ব্লাড লাইফলাইনের প্রধান প্রশাসক আকাশ কুমার মহন্ত বলেন,
> “আমরা চাই প্রতিটি সনাতনী তরুণকে রক্তদানে উদ্বুদ্ধ করতে। মানবতার সেবা করা মানেই ধর্মের সেবা করা।”
সভায় নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজা উপলক্ষে যেমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তেমনি ভবিষ্যতে আরও সংগঠিতভাবে রক্তদান ও স্বেচ্ছাসেবী উদ্যোগ চলমান রাখা হবে।