
দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন! সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট তিন দিন।স্কুল-কলেজে টানা ১২ দিনের অবকাশ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি ছুটি মাত্র একদিনই থাকবে। ওই দিনটি হলো বিজয়া দশমী, ২ অক্টোবর (বৃহস্পতিবার)।
তবে এর পরের দুই দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন অবকাশ উপভোগ করতে পারবেন তারা।
অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত (টানা ১২ দিন) শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আরও বাড়তি অবকাশ পাচ্ছে। ৬ অক্টোবর (লক্ষ্মীপূজা) দিনটিতেও বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে।
এই হিসাবে, সরকারি চাকরিজীবীদের ছুটি প্রকৃতপক্ষে একদিন হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় তিন দিনের অবকাশ মিলছে, আর শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি অন্য বছরের তুলনায় অনেক বেশি দীর্ঘ হচ্ছে।