
চন্দ্রনাথ মন্দিরে উত্তেজনা: "মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের" প্রতিবাদে কয়েকজন আটক" পরবর্তীতে মুচলেকায় মুক্তি!
নিজস্ব প্রতিবেদক, HindusNews :
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকায় গতকাল দুপুরে হঠাৎ করে একদল যুবক মন্দিরের পাশে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় উপস্থিত মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত প্রতিবাদ জানান। তাদের দৃঢ় অবস্থানের কারণে ঘটনাস্থলে উত্তেজনা বাড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিরা পরে মুচলেকা দিয়ে মুক্তি পান। স্থানীয় সূত্রের মতে, চন্দ্রনাথ মন্দিরের পুরোহিতের অনুরোধেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এদের সঙ্গে আরও কয়েকজন “শান্তির দূত” পরিচয়ে উপস্থিত ছিল। এ ঘটনায় ভক্তদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন, “আমরা সর্বদা ধর্ম রক্ষা, সৃষ্টির সেবা ও অন্যায়ের প্রতিবাদে প্রস্তুত। মন্দিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা ভবিষ্যতেও দৃঢ় অবস্থান নেব।”
প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দিরে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।